
দীপক সেন, মহালছড়ি।।
বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি সেনাজোন সদরে অদম্য সাতান্ন বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৪ উপলক্ষে এক প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ দিন রোজা শেষে ইফতার অনুষ্ঠান পরবর্তী উক্ত প্রীতি ভোজানুষ্ঠানে মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে: ক: শাহারিয়ার সাফকাত ভূঁইয়া পি.এস.সি; মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা; মহালছড়ি সেনা জোনের অফিসারবৃন্দ ও সেনা সদস্যবৃন্দ; মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা; স্থানীয় জন প্রতিনিধি ও হেডম্যান, কার্বারীবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।