মহালছড়ির মত এত সংকটপূর্ণ উপজেলা জেলা জুড়ে কোথাও দেখিনি- খাগড়াছড়ি জেলা প্রশাসক

শফিক ইসলাম,মহালছড়ি প্রতিনিধিঃ মহালছড়ি উপজেলায় খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের সাথে মহালছড়ির প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় জন প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টায় মহালছড়ি উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁনের সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ্ আহম্মেদ।

মতবিনিময় সভায় মহালছড়ি উপজেলার নানা সমস্যার কথা উঠে আসে, প্রচীন উপজেলা হওয়া সত্বেও নানাবিধ সংকটে জর্জরিত উপজেলার অবকাঠামোর কথা তুলে ধরেন বক্তারা।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বলেন, যে সকল সমস্যা শুনলাম এবং দেখলাম তাতে মনে হলো খাগড়াছড়ি পার্বত্য জেলার সর্বোচ্চ অনুন্নত ও অবহেলিত উপজেলা মহালছড়ি। এই সমস্যা উত্তরণের জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলাবাসীকে কাজ করতে হবে। যদি কোন সংকট উপলব্ধি হয় সাথে সাথে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব জেলা প্রশাসন করবে। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে নানান জনগোষ্ঠীর মানুষের বসবাস হলেও এখানে শিক্ষা, স্বাস্থ্য,পর্যটন, যাতায়াতের ব্যাপক উন্নয়ন প্রয়োজন। এ জন্য সমস্যা গুলো চিহ্নিত করে সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাবেন।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। স্বাস্থ্য কমপ্লেক্স এর বেহাল অবস্থা দেখে তিনি হতবাক হন, এবং যত দ্রুত সম্ভব নতুন ভবন নির্মানের জন্য ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও মহালছড়ি উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে অবহিত করণ সভায় গ্রাম পুলিশ ও চৌকিদারদের সক্রিয় ভাবে কাজ করার অনুরোধ জানান।