
শফিক ইসলাম, মহালছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের কালোপাহাড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মোঃ নুরুজ্জামানের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার (৮ নভেম্বর) রাত ১:১১ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে নুরুজ্জামানের বসতবাড়ি ও ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি।
ঘটনার পরপরই রবিবার ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা ও ত্রাণ সামগ্রী প্রদান করেন।
ইউএনও মোঃ আবু রায়হান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা আছি। প্রয়োজনীয় সহায়তা দ্রুত নিশ্চিত করা হবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরুজ্জামান প্রশাসনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। উপজেলা প্রশাসনের দ্রুত সহায়তায় কিছুটা স্বস্তি ফিরে পেয়েছি।
স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা জানান, পাহাড়ি এলাকায় শুষ্ক মৌসুমে প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে। তাই ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, সে জন্য সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।তাছাড়া মহালছড়িতে একটি ফায়ার স্টেশনের দাবি জানান।