মাটিরাঙ্গাতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ০১

।। স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড তাজা গুলিসহ ব্রজেন ত্রিপুরা (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১৭ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যায় পাড়ায় মাটিরাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে। এছাড়াও এসময় ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বই পাওয়া যায়।

সোমবার (১৮মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার মুক্তা ধর।

আটককৃত ব্যক্তি জামিনীছড়ার বাসিন্দা বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এ ব্যাপারে পুলিশ সুপার আরো জানান, আমরা গ্রেফতার করেছি। এখনো জিঙ্গাসাবাদ করতে পারেনি। আজকে আমরা রিমান্ডের জন্য আবেদন করে পরবর্তীতে সংশ্লিষ্টটা কেউ থাকলে তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান তপৎরতা অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার মুক্তা ধর।