
।। মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৮০ পিস ইয়াবা সহ ২জন কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল ৬মার্চ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. মকবুল হোসেন (৬০), সৈয়দ রাশেদ(৪০) কে গ্রেফতার করে। উভয়ে মাটিরাঙ্গা পৌরসভার ০৯নং ওয়ার্ড রসুলপুর এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়।