মাটিরাঙ্গায় জনপ্রতিনিধিদের সাথে রিটার্নিং অফিসার ও ডিসির মতবিনিময়

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে সহকারী রিটার্নিং অফিসারের সাথে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও খাগড়াছড়ি রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার), জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বক্তব্য দেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম,  ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ জনপ্রতিনিরা উপস্থিত ছিলেন।