 
                     
।। মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা ।।
“দুর্যোগ প্রস্ততে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো“এ প্রতিপাদ্যে র্যালী, আলোচনা ও অগ্নি নির্বাপক প্রদর্শনের মাধ্যমে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মার্চ) সকালের দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মাটিরাঙ্গা ইউনিটের স্টেশন অফিসার মো. হারুনের নেতৃত্বে উপজেলা চত্বরে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ার আয়োজন করা হয়।
মাটিরাঙ্গায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)ইশতিয়াক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের উপজেলা আইসিটি কর্মকর্তা রাজির রায় চৌধুরী বক্তব্য দেন।
মাটিরাঙ্গায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহাম্মেদ বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই যেকোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে, মাটিরাঙ্গা ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান জাকির হোসেন বাবলু সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
 
                             
               
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                 
                 
                 
                 
                 
                 
                