

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
“করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১ মার্চ ) সকালের দিকে দিবস টি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি শেষ হয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী মো. শাহাজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, আমাদের দেশে এক শ্রেণির প্রতারক চক্রের কারণে বীমার উপর সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। বীমা করে মানুষ প্রতারিত হয়েছে। দেশের এ প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে এসে বীমার প্রতি ভ্রান্ত ধারণা পরিহার করতে পারলে উন্নত বিশ্বের বীমার সুফল পাওয়া যাবে।
সভায় বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা ও সদস্যসহ বীমা গ্রহীতা সকলে উপস্থিত ছিলেন।