মাটিরাঙ্গায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৪ সালের নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসব উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী।

সোমবার (১জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেন তিনি। এর পর পর মাটিরাঙ্গা পৌর সদরে অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বই বিতরণ উৎসব করেন তিনি।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আশরাফুল আলম সিরাজি, উপজেলা মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. আসগর হোসেন, মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।