

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৬ মার্চ, বিকালে বড়নাল মুক্তিযোদ্ধা স্কুল মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়া।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, বড়নাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হক, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিমসহ বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য দেন।
পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জালালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি মংচাইথোয়ায়, জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির আহাম্মাদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মো. মাহবুল আলম সবুজ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল ইসলাম সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারি, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া তার বক্তব্যে বলেন, ফ্যাসিষ্ট সরকারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে সবাই সতর্ক থাকবেন। এ দেশে তাদের ঠাঁই নাই।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ে আওয়ামী লীগ নির্বাচন করবে না। খাগড়াছড়ি আসনে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ, জামায়াতে ইসলামী এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তাই আগামী নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ জনগণকে সাথে নিয়ে কাজ করে পাহাড়ে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের জন্য বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।