মাটিরাঙ্গায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গায় প্রতিনিধি।।।
আসন্ন ৭জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ডিসেম্বর) মাটিরাঙ্গায় বালিকা উচ্চ বিদ্যালয়ে, মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান।

এতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সঞ্চালনায় পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বিশেষ অতিথির বক্তব্য দেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃঞ্চ ধর প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অবাধ, সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নিজ নিজ দায়িত্ব, কর্তব্য, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।