মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে জরিমানা

প্রতিনিধি, মানিকছড়ি।।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. কবির হোসেন (৪১) নামে এক জনকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন জানান, উপজেলার ডাইনছড়ি এলাকায় প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধভাবে পাহাড় কাটার খবরে সরেজমিনে গিয়ে তার সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি।