মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৮০ হাজার টাকা অর্থদণ্ড

প্রতিনিধি, মানিকছড়ি।।
খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. ইমান হোসেন (৪৭) নামের এক ব্যক্তির কাছ থেকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে  ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার সাপমারা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।

জানা গেছে, রাতের আধারে উপজেলার বিভিন্ন স্থানে সংঘবদ্ধ একাধিক চক্র পাহাড় কাটার সাথে জড়িত রয়েছে। তারই ধারাবাহিকতায় রাতের আধারে পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাপমারা এলাকায় মোবাইল কোর্টের অভিযানে বের হয় উপজেলা প্রশাসনের সহকরি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত মো. ইমান হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে জানান সহকরি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।