মানিকছড়িতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি।।
খাগড়াছড়ির মানিকছড়িতে ৬০পিস ইয়াবাসহ হানিফ প্রকাশ স্বপন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মানিকছড়ি ইউনিয়নের মুসলিমপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মানিকছড়ির মুসলিম পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।

মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, পুলিশ সুপারের দিক নির্দেশনায় জনপদে মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে পুলিশ সোচ্চার রয়েছে। এরই অংশ হিসেবে ৬০ পিস ইয়াবাসহ এক মাদকসেবী ও বিক্রেতাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।