
।।সংবাদ বিজ্ঞপ্তি।।
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন ০৪ নং তিনটহরি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের বড়ইতলি সাকিনের খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের বড়ইতলী ব্রীজ থেকে একটি সাদা রংয়ের প্রাইভেট কার থেকে ভারতীয় কসমেটিকস্ সহ ০৪ জনকে আটক করেন মানিকছড়ি থানার একটি চৌকস আভিযানিক দল।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) জেলায় যোগদানের পর থেকে খাগড়াছড়ি জেলাকে চোরাকারবারী এবং চোরাচালান এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে জেলা পুলিশের প্রতিটি ইউনিট অবৈধ চোরাচালান ও চোরাকারবারীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে একযোগে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় অসাধু ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে একটি সাদা রংয়ের প্রাইভেট কারে অবৈধ ভারতীয় কসমেটিকস্ পরিবহন করে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে অগ্রসর হচ্ছে।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় মানিকছড়ি থানার একটি চৌকস আভিযানিক দল ২৭/০১/২০২৪ খ্রি. রাত ২২:১৫ ঘটিকার সময় মানিকছড়ি থানাধীন ০৪ নং তিনটহরি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের বড়ইতলি সাকিনের খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের বড়ইতলী ব্রীজ থেকে অভিযান পরিচালনা করে একটি সাদা রংয়ের প্রাইভেট কার থেকে ০৩ (তিন) টি কার্টুনে বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস্ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন ০১) মোঃ নূর হোসাইন ভূঞা প্রকাশ রিপন (৪৫), সাং- পূর্ব সুলতানপুর, থানা- ফেনী সদর, জেলা- ফেনী, ০২) মোঃ মেজবাউদ্দিন (৫২), ০৩) গোলাম কবীর প্রকাশ কামাল (৫২), উভয় সাং- পশ্চিম সাহাপুর, ০৬নং ওয়ার্ড, নোয়াখালী পৌরসভা, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, ০৪) মোঃ ইসমাইল (৫১), সাং- বাদামতলী থানা- ডবলমুরিং, জেলা- সিএমপি চট্রগ্রামদ্বয় কে বর্ণিত ভারতীয় কসমেটিকস পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার সহ গ্রেফতার করা হয়।
জব্দকৃত অবৈধ ভারতীয় কসমেটিকস ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার এবং গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।