মানিকছড়িতে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী প্রচার ও লিফলেট বিতরণ

মোঃ শহীদুল ইসলাম, মানিকছড়ি প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে  খাগড়াছড়ি আসনের তৃতীয়বারের মতো এম,পি পদপ্রার্থী বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরার নৌকা মার্কার সমর্থনে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। 

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল ১০ টায় মানিকছড়ি বাজারে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতারা ভোটারদের কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ ভাবে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য উদ্ভুদ্ধ করেন।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল, উপজেলা যুবলীগ সভাপতি সামায়ন ফরাজি সামু,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল হোসেন,সাধারণ সম্পাদক চলাপ্রু মার্মা নিলয়,উপজেলা কৃষকলীগ ষাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামীগ নেতা এস,এম রবিউল ফারুক,শহীদুল ইসলাম মোহন, জাহিদুল ইসলাম মাসুদ, সফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড সফিউল আজম, অন্যান্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় কুজেন্দ্র লাল ত্রিপুরাকে আবার ও তৃতীয় বারের মতো  নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।