মানিকছড়িতে মসজিদের জায়গা নিয়ে বিরোধ

মোঃ শহীদুল ইসলাম, মানিকছড়ি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি সদরে ভূমির মালিকানা জটিলতার কারণে জেলা পরিষদের বরাদ্দকৃত মানিকছড়ি দারুচ্ছুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ভবন নির্মাণ অনিশ্চিত হয়ে গেছে। একই সাথে সরকারী বরাদ্দে নির্মিত ১২৫ ফুট দৈর্ঘ একটি মাদ্রাসা ভবন ভেঙ্গে ফেলা হয়েছে।

জানাগেছে ১৯৯৯ সনে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের নিজস্ব জায়গা না থাকায় মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের জায়গায় অঙ্গীকার নামা দিয়ে সরকারি বরাদ্দে ১২৫ ফুট দৈর্ঘ্য একটি সেমিপাকা ভবন নির্মাণ করে।অঙ্গীকার নামায় বলা হয়েছিল মসজিদ কর্তৃপক্ষ পরবর্তীতে প্রয়োজনে বা অপ্রয়োজনে যখনই চাইবে নির্মিত ভবনসহ জায়গাটি ফেরত দিতে বাধ্য থাকবে।

সম্প্রতি মাদ্রাসা কর্তৃপক্ষ নিজ লোকবল ও মাদ্রাসা ছাত্রদের দিয়ে ১১ এপ্রিল রাতের বেলায় মাদ্রাসা ভবনটির অর্ধেক ভেঙে ফেলে দেয় এবং একই জায়গায় আরেকটি সরকারি ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করলে মসজিদ কর্তৃপক্ষ তাদের কর্মকান্ডে বাধা দেয় এবং অঙ্গীকার নামা দলিলটি প্রদর্শন করেন।

মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম বাবুল বলেছেন- মসজিদের জায়গাটি মাদ্রাসা কর্তৃপক্ষ বহু বছর যাবৎ দখল করে আছে। তাদের নিজস্ব জায়গা থাকা সত্বেও মসজিদের জায়গায় একটি সরকারী ভবন ভেঙে একই জায়গায় আরেকটি সরকারী নতুন ভবন নির্মানের উদ্যোগ দুঃখ জনক বলে মন্তব্য করেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করেন। উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন বিষয়টির সুষ্ঠ সমাধানের আশ্বাস দেন।