

নিজস্ব প্রতিবেদক।।
ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় মানিকছড়ি উপজেলায় অনুর্ধ্ব-১৫ বছর বয়সী শিক্ষার্থীদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কেককেটে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া।
এ সময় মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ক্রীড়া সংস্থার সদস্য ও সাংবাদিক মো. ইসমাইল হোসেন ও কোচ মো. রেজাউল খান সোহেল উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাসব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৩০জন অনুর্ধ্ব-১৫ বছরের শিক্ষার্থীরা উক্ত প্রশিক্ষণে অংশ নিয়েছেন।