

নিজস্ব প্রতিনিধি।।
৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানিকছড়ি উপজেলাধীন বাটনাতলী এলাকার অসহায়, হতদরিদ্র, অস্বচ্ছল শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১টায় বাটনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সহায়তা প্রদান করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি।
এসময় তিনি নগদ অর্থ, কৃষি সহায়তার অংশ হিসেবে সার-বীজ, বাটনাতলী স্পোর্টিং ক্লাবে ক্রীড়া সামগ্রী, ছুদুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল, বাটনাতলী মাদরাসায় ঢেউটিন ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।
অতীতের ন্যায় ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা অব্যহত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি বলেন, এ অ লের মানুষের জীবনমান্নোয়নে সর্বদা কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। জনকল্যাণমূলক কার্যক্রমের এ ধারা আগামীতেও অব্যহত থাকবে।