

প্রতিনিধি, মানিকছড়ি।।
খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় তৈরি ১২০ লিটার চোলাইমদসহ মো. সোহেল (৩২) ও আথুইমাং মারমা (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার তিনটহরী শিবির এলাকায় থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মহামুনি এলাকা থেকে দেশীয় তৈরি চোলাইমদ একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়া হওয়ার গোপন সংবাদ পেয়ে উপজেলার তিনটহরী শিবির এলাকার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে তল্লাশি চালিয়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মাদক ব্যবসায়ী দুজনকে আটক করে এবং পরিবহণের কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সাটি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, আকটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।