মোটর সাইকেল দুর্ঘটনায় রামগড়ে প্রান গেছে কিশোর শামীমের

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়: পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডে মোটর সাইকেল দুর্ঘটনায় মো.শামিম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (২৪ই ফেব্রুয়ারী) সকাল ১০টায় আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এসময় মোটর সাইকেল চালক মো.শামীম (১৬) কে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত শামীম চট্রগ্রাম জেলার ভুঁজপুর থানার বড় বেতুয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শামীম পাতাছড়ায় তাঁর মামার বাড়িতে বেড়াতে এসে তাঁর মামার ব্যবহৃত মোটর সাইকেল বাড়িতে থাকায় মামার অজান্তে চাবি নিয়ে সে ঘুরতে বের হয়ে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার স্বীকার হয়।

এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের মরদেহ রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে আছে।