রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে মহালছড়ি ইউএনও এর বাজার মনিটরিং কার্যক্রম শুরু

দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় স্থানীয় হাট-বাজার ও বাণিজ্য কেন্দ্রগুলিতে আসন্ন রমজান মাসে নিত্যপন্যসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সাধারণ জনগণ তথা ভোক্তা-ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে নিত্যপণ্যের বাজারদর সহনশীল রাখার লক্ষ্যে মহালছড়ি উপজেলা প্রশাসন যথাযথ উদ্যোগ গ্রহণ করেছেন।

তারই অংশ হিসেবে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানম ১১মার্চ সোমবার সরজমিন মহালছড়ি বাজারের বিভিন্ন নিত্যপন্যের দোকান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

এ সময় তিনি মানসম্মত খাদ্য পন্য বিক্রয় এবং দ্রব্যমূল্য সহনশীল রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেন এ সময় চলতি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।