রামগড়ে অসহায় দুঃস্থদের বিজিবির মানবিক সহায়তা বিতরণ

প্রতিনিধি, রামগড়।।
সীমান্ত সুরক্ষায় নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন খাগড়াছড়ির রামগড় জোনের উদ্যোগে স্থানীয় অসহায় পাহাড়ি বাঙ্গালির মাঝে নগদ অর্থ, শাড়ি ও কম্বল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৯ফেব্রুয়ারি) সকালে ৪৩ বিজিবি`র সদর দপ্তর সংলগ্ন নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামগ্রী বিতরণ করেন।

এসময় সীমান্তবর্তী এলাকার ১শ ১১জন অসহায় দুস্থ পরিবারের মাঝে সহায়তা সামগ্রী তুলে দেন ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন খাগড়াছড়ির রামগড় জোনের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন।

মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, কম্বল, দুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা ও স্কুল শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ।

বিতরণকালে জোন অধিনায়ক বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ি-বাঙ্গালীর জীবনমান উন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদসহ বিজিবির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।