রামগড়ে এক হাজার তিনশ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

একটি দেশের আর্থিক ও সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বড় কারণ মাদক ও চোরাকারবারি। এই মাদক ও চোরাকারবারির সাথে জড়িত অপরাধীদের দমনের জন্য জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। খাগড়াছড়ি জেলার সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) রামগড় থানায় কর্মরত এসআই(নিঃ)/ মহসিন মস্তোফা, সঙ্গীয় অফিসার এসআই/ দিপক বিশ্বাস, এসআই/ সামছুল আমিন, এএসআই/ হবিকুল ইসলাম, এএসআই/ শাহাদাত হোসেন ও ফোর্স সহ রামগড় থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ১৭.২০ ঘটিকায় সময় রামগড় থানাধীন রামগড় পৌরসভার রামগড় বাজারস্থ উপজেলার গণপাঠাগার এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ আপছার(২২), পিতা- মোঃ হানিফ, মাতা- রাজিয়া বেগম, সাং- নিচিন্তা, (হোসেনের খিল) ০৩নং ওয়ার্ড, ০২নং দাঁতমারা ইউপি, থানা- ভূজপুর, জেলা- চট্টগ্রামকে ১,৩০০ ( এক হাজার তিনশত ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রজু প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তি।।