

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়।।
খাগড়াছড়ির রামগড়ে “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ই মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা রামগড় শাখার) উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নজরুল ইসলামের সঞ্চালনায় ও নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রামগড় ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো.ইফতেখার উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আজিজুর রহমান আঞ্জুম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন ও স্কুল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিকভাবে করণীয় বিষয়ে বিভিন্ন ইভেন্ট প্রদর্শন করে দেখান রামগড় ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারগন।