রামগড়ে নিজ ঘর থেকে মা মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়(খাগড়াছড়ি)
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ৭নং ওর্য়াড়ে মা এবং মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকালে রামগড় ৭নং ওর্য়াড়ের বাগান টিলা এলাকায় মো.মোস্তফা মিয়ার স্ত্রী রেহেনা বেগম (৪৫) এবং তাঁর বয়স্ক মা আমেনা বেগম (৯০) স্বামী মৃত. মীর হোসেন এর গলা কাটা জোড়া লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মা মেয়ের দুজনের লাশ উদ্ধার করেন রামগড় থানা পুলিশ।

এঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম। রামগড়ের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন সহ উপজেলা বিএনপি সভাপতি মো. জসিম উদ্দিন, রামগড় পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন।

এবিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন জানান বাগান টিলা এলাকায় থেকে দুই মহিলার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।