রামগড়ে বিজিবির হাতে ভারতীয় রুপি এবং মোটর সাইকেল সহ আটক-৩

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে গতকাল রবিবার (১০ই ডিসেম্বর) রাত ৮টার সময় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) একটি টহল দল কর্তৃক অভিযান চালিয়ে ভারতীয় রুপি ও দুটি মোটর সাইকেল সহ তিন যুবককে আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক রামগড় থানার অন্তর্গত ছোটখেদা নামক স্থান হতে ০৩ জন আসামীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ১.মো.সাইফুল ইসলাম (৩৫) পিতা. মোঃ লিটন মিয়া, গ্রাম- কাশিবাড়ী, থানা রামগড়, ২.উচিং মং মারমা (২২), পিতা. মওলা প্রু মারমা, গ্রাম- ছোট ফ্লাগ, থানা রামগড়, জেলা খাগড়াছড়ি এবং ৩. প্রাইং চিং মারমা, পিতা. চাউক্রই মারমা, গ্রাম- হারাগাজী পাড়া, থানা-কাউখালী ও জেলা-রাঙ্গামাটি)। এসময় তাদের কাছ থেকে ০২টি ভারতীয় মোটর সাইকেল এবং ভারতীয় ৪,০০০ রুপি আটক করে বিজিবি। আটককৃতদের রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) জোন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি”জি বলেন, সীমান্তে চোরাচালান অপরাধ দমনে বিজিবি সর্বদা প্রস্তুত। এবং বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

এবিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় বলেন, বিজিবির অভিযোগের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে চোরাচালান অপরাধ দমন আইনে একটি মামলা রুজু করা হয়। এবং আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।