

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়।।
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় থানার এক বিশেষ অভিযানে ০৮ কেজি গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (৩৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। রফিকুল ইসলাম দীঘিনালা থানার ১নং মেরু ইউনিয়নের ৪নং ওয়ার্ড় বাচাঁ মেরু গ্রামের মৃত মো.ওমর আলীর ছেলে।
মঙ্গলবার (২৬শে মার্চ ) সন্ধ্যা ৬.৪৫ মিনিটের সময় রামগড় থানাধীন রামগড় ১নং ইউপির ৭নং ওয়ার্ড় পশ্চিম বলিপাড়া বাজারে জৈনিক নুর উল্ল্যাহ এর পান দোকানের সামনে মেইন সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে আটককৃত আসামির কাছে থাকা ২টি বস্তায় ২০কেজি কাঁচা মরিচ সহ বিশেষ কায়দায় লুকানো কাঁচা মরিচের বস্তার মধ্যে থেকে ০৮কেজি গাঁজার পোটলা উদ্ধার করে রামগড় থানার এসআই তারেক এর নেতৃত্বে পুলিশের একটি টিম।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে বলিপাড়া বাজারে মেইন সড়কে মাদকবিরোধী এক অভিযান চালায় রামগড় থানা পুলিশের একটি টিম। এ সময় মরিচের বস্তার ভিতরে অভিনব কায়দায় লুকানো ৮টি পোটলা থেকে মোট ০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, আটক মাদক কারবারি রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।