

দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি শিশু মঞ্চ এনজি স্কুলের নতুন কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল শাহরিয়ার শাফকাত ভূইয়া, পিএসসি।
রবিবার (৪ ফেব্রুয়ারি ২০২৪) মহালছড়ি সেনা জোন অধিনায়ক প্রধান অতিথি হয়ে এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এসময় জোন উপ অধিনায়ক, ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন ভবন নির্মাণের মাধ্যমে স্কুলটি আরো উন্নত ও আধুনিক শিক্ষা প্রদান করার মূল লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবে বলে স্থানীয় জনগণ আশাবাদ ব্যক্ত করেছে।
উল্লেখ্য- স্কুলটি গত ২০০৬ সালে সম্মানিত জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী শামসুল ইসলাম, পিএসসি এর প্রচেষ্টায় মহালছড়ি উপজেলার উন্নত শিক্ষা প্রসারের লক্ষ্যে এবং সাধারণ জনগণের সুবিধারর্থে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। এই শিক্ষা প্রতিষ্ঠানটি গত দুই দশক ধরে সকল শিক্ষার্থীদের জন্য আদর্শ এবং সৃজনশীল সকল ক্ষেত্রে অবদান রেখেছে। একই সঙ্গে জনগণের সহানুভূতির সাথে এই বিদ্যালয় উন্নত হয়েছে। বর্তমানে এই স্কুলটি মহালছড়ি উপজেলার একটি সনামধন্য স্কুল হিসেবে পরিচিতি লাভ করেছে এবং ছাত্র-ছাত্রীর সংখা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ছাত্র-ছাত্রীদের খেলাধুলার স্থানসহ স্কুলটির জায়গা অনেক স্বল্প পরিসরে হওয়ায় এবং পর্যাপ্ত শ্রেণী কক্ষ না থাকায় ছাত্র-ছাত্রীর শিক্ষা প্রদান এর বিষয়টি মাথায় রেখে মহালছড়ি জোনের উদ্যোগে নতুন স্থানে স্কুল কমপ্লেক্স এর কাজ শুরু হতে যাচ্ছে। এছাড়াও স্কুলটি এমপিওভুক্ত করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে বলে জানা জায়।