শেখ হাসিনা সরকারই পাহাড়ের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করছে, গুইমারায় গণসংযোগে কুজেন্দ্র লাল ত্রিপুরা

স্টাফ রিপোর্টার।।
পার্বত্য জেলা খাগড়াছড়ির ২৯৮নং আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই পাহাড়ের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। শিক্ষাসহ সব কিছুতেই দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হলে আপনাদেরকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বাইল্যাছড়ি, সিন্দুকছড়ি ও হাফছড়ি এলাকায় নিবাচর্নী পথ সভা ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, পার্বত্য চুক্তির ফলে পিছিয়ে থাকা পার্বত্যঞ্চল এখন উন্নয়নে জোয়ার শুরু হয়েছে, তা আজও অব্যহত রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সরকার যতদিন থাকবে ততদিন মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে যাবে। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে পুনরায় ৭জানুয়ারী নৌকায় ভোট চাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

গনসংযোগকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান চাইথোঅং মারমা ও কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সা. সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, প্রবীন সমাজসেবক চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী, গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, জেলা মহিলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাঁশরী মারমা, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপির চেয়ারম্যান রেদাক মারমা, হাফছড়ি ইউপির চেয়ারম্যান মংশে চৌধুরী  প্রমুখ।

এর আগে সাধারণ মানুষ নৌকার পোষ্টার ও মার্কা নিয়ে নৌকার সমর্থনে দলে দলে পথ সভায় অংশ নেন। নৌকার প্রার্থীকে বিভিন্ন রঙ্গের সজ্জিত নৌকা তৈরী করে উপহার দেন এবং ফুল ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।