সড়কে ট্রাফিক পুলিশের ইফতার; সংহতি জানিয়ে যোগ দিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলায় সড়কে সারাদিন কর্ম ব্যস্ত ট্রাফিক পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে ও তাদের কষ্টে কিছুটা সামিল হতেই ইফতার করলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর পিপিএম (বার)।

মঙ্গলবার (২এপ্রিল ২০২৪) সন্ধ্যায় খাগড়াছড়ির শাপলা চত্ত্বর মুল পয়েন্টে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যদের সাথে এ ইফতারে সামিল হন তিনি।

এসময় তিনি ট্রাফিক পুলিশ সদস্যদের উৎসাহ প্রদানের পাশাপাশি নিজেদের দায়িত্ব পালনের প্রসংশা করে বলেন, নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা এই রোজাও সড়কে নিরাপদ রাখতে খোলা আকাশের নিচে ইফতার করতে হয়। পরিবার-পরিজন রেখে এই ইফতার করাটা যেন মনের মধ্যে কষ্টের ছাপ না পরে সে লক্ষ্যে পুলিশ পরিবারের সদস্য হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।

এতে খাগড়াছড়ি খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, জেলা ট্র্যাফিক পুলিশ ইন্সপেক্টর সুপ্রিয় দেব, আমিনুর রসুল ও সার্জেন্ট তরুণ দাশ, মাহফুজুর রহমানসহ কর্তব্যরতরা পুলিশ সদস্যরা এতে অংশ নেন।

খাগড়াছড়ি জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মুক্তা ধর এর এমন উদ্যোগকে স্বাগত জানান দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা। সে সাথে পুলিশ সুপারের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন খাগড়াছড়ি ট্রাফিক পুলিশ।