সাংবাদিক ওমর ফারুক শামীমের মৃত্যুতে সর্বস্তরের শোক ও শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক।।
খাগড়াছড়ি প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক ওমর ফারুক শামীম মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর মুগদা ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার সকালে সাংবাদিক সংগঠন- খাগড়াছড়ি প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়ন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করে। দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের কালেক্টরের জামে মসজিদে হাজারো মানুষের উপস্থিতিতে তার জানাজার নামাজ হয়। পরে খাগড়াছড়ির কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এদিকে তার মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। অনেক সাংবাদিক ফেসবুক, এক্সসহ অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ওমর ফারুক শামীম দৈনিক জনকণ্ঠের খাগড়াছড়ি প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে দৈনিক জাগরণ, বাংলাদেশের খবর, বাংলাদেশ বুলেটিন, দিন পরিবর্তন, মাতৃভূমিতে বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা সাব এডিটরস কাউন্সিল, ঢাকা স্ংাবাদিক ইউনিয়ন (ডিইউজে), ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ (বিএফইউজে), খাগড়াছড়ি প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।