
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥
কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেছেন, সাড়ে ১৬ বছর ধরে ক্ষমতায় থাকার পরও কুজেন্দ্র লাল ত্রিপুরা ও যতীন্দ্র লাল ত্রিপুরা নিজ সম্প্রদায়ের উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি। বরং দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তুলে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের উদ্যোগে ধানের শীষের পক্ষে আয়োজিত বিশাল র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওয়াদুদ ভূঁইয়া।
তিনি বলেন, “বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে পাহাড়ে সকল সম্প্রদায়ের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা। কোনো জনগোষ্ঠীকে অবহেলা নয়—সমান সুযোগ নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার।”
ত্রিপুরা সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে পরিণত হয়। সমাবেশমুখর পরিবেশে উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, জনগণের ভালোবাসাই তাকে আগামী দিনের রাজনীতিতে আরও শক্তি দিচ্ছে।
সমাবেশে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী,জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,সাধারণ সম্পাদক এম. এন. আবছার,যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,সাবেক জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু,ত্রিপুরা যুব ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি খনি রঞ্জন ত্রিপুরা,এবং ত্রিপুরা সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
ত্রিপুরা জনগোষ্ঠীর উল্লেখযোগ্য উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ পুরো সমাবেশকে প্রাণবন্ত করে তোলে।