

দীপক সেন, ষ্টাফ রিপোটার
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাস্থ মাইসছড়ি ইউনিয়ন পরিষদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দপ্রাপ্ত খাদ্য শস্যের মাধ্যমে সংগ্রহিত এলাকার দু:স্থ ১০ জন মহিলাকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে সাবলম্বী করে তোলার ১টি করে সেলাই মেশিন বিতরণ কা হয়েছে।
১৯ জুন বৃহস্পতিবার এ উপলক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাজাই চেয়ারম্যঅনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সেলাই মেশিন বিতরণ করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইসছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি, এ সময় মাইসছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বারগণ ও উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি সুফলভোগীদের পরামর্শ সহকারে বলেন সরকারের দেয়া প্রাপ্ত সেলাই মেশিন ব্যবহার করে প্রত্যেকে উপার্জন করে নিজ নিজ সংসারে অর্থের যোগান দিয়ে আর্থিক সচ্ছল হতে হবে আর এটাই প্রত্যেকের
জন্য সফলতা মোক্ষম সুযোগ।