সোলায়মান আলম শেঠে’র ব্যাক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র বিতরণ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি: পাহাড়ে জেঁকে বসছে শীত। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। এসব শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে পাশে দাঁড়ালেন সোলায়মান আলম শেঠ। 

শনিবার ২৭ জানুয়ারী সকালের দিকে মাটিরাঙ্গায় স্থাপিত নিজ বাসভবনের সামনে উপজেলার শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে consular corps in Bangladesh এর ব্যনারে সোলায়মান আলম শেঠের পক্ষে এসব শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। 

একইসাথে পুরো উপজেলায় ১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়। 

সোলায়মান আলম শেঠ জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য  ও চট্রগ্রাম মহানগর জাতীয় পার্টির  সভাপতি  এবং চট্টগ্রামে যে কয়েকজন বিত্তবান ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে শীর্ষে তাঁর  অবস্থান। একইসাথে, সোলায়মান আলম শেঠ চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। 

এ সময়, খাগড়াছড়ি জেলা সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা, দীঘিনালা উপজেলা সভাপতি আবুল কাশেম, জেলা জাতীয় পার্টির মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।