
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও কুরআন খতম আয়োজন করা হয়েছে।
২৬ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশন উপ পরিচালক নাজমুস সাকিব এর সভাপতিত্বে খাগড়াছড়ি সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন খাগড়াছড়ি কালেক্টরেট জামে মসজিদের খতিব মোহাম্মদ হাবিবুল্লাহ জাহাঙ্গীর। এ সময় আরোও উপস্থিত ছিলেন ইসলাম ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক বৃন্দ ও নামাজ পড়তে আসা মুসল্লীগন।
এছাড়াও সদর উপজেলা মডেল মসজিদে শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।