

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি বলেছেন, আধুনিক ও প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে তাল মিলিয়ে চলতে মানসম্মত শিক্ষা গ্রহনের উপর গুরত্ব দিতে হবে । শুধু এসএসসি ও এইচএসসি পাস শিক্ষার্থীদের প্রতি নজর মনোযোগ না দিয়ে দিলে হবে না। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতি সুনজর দিতে হবে। পাশাপাশি দূর্গম এলাকার অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ) রামগড় উপজেলা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে এসএসসি ও এইচএসসি পাশকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা ও একাদশ শ্রেণির পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “মানসম্মত শিক্ষা গ্রহন, প্রযুক্তিতে দক্ষতা অর্জন ও পরিবর্তিত বিশ্বে টিকে থাকার যোগ্যতা অর্জনের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর ” এ প্রতিপাদ্যে রামগড়ের বল্টুরাম টিলাস্থ ” ত্রিপুরা যুব কল্যাণ সমিতির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষাবান্ধব সরকার হিসেবে “মাননীয় প্রধানমন্ত্রী পাহাড়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে ২০৪১সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছে। তাই ত্রিপুরা শিক্ষার্থীদেরকেও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তিতে দক্ষতা অর্জন ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান করেন। অর্থ সংকটের কারণে কোনো গরীব ও মেধাবী শিক্ষার্থী পড়াশোনা ব্যাহত না হয় সেদিকে যোগাযোগ রাখার জন্য টিএসএফ’র নেতাকর্মীদের অনুরোধ করেন। এসময় ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে দারিদ্র্যতা বাধা হয়ে না দাঁড়ায় সেক্ষেত্রে তিনি সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে রামগড় উপজেলা শাখার সভাপতি চুপান্তি ত্রিপুরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিরেন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ভূবন জ্যোতি বৈষ্ণব, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বাত্রিকস) উপজেলা শাখা কমিটির সভাপতি হরি সাধন বৈষ্ণব, উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি আনন্দ মোহন খোকন, রামগড় ত্রিপুরা যুব কল্যাণ সমিতির সভাপতি, সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড় পৌরসভার কাউন্সিলর শ্যামল ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা ও যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংবাদিক দহেন বিকাশ ত্রিপুরা, অভিভাবক কেশব ত্রিপুরা প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন টিএসএফ’র রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ ত্রিপুরা এবং অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সংগঠনের কলেজ শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক রুপা মালা ত্রিপুরা।
এসময় আরো শুভেচ্ছা বক্তব্য দেন রামগড় কলেজ শাখার সভাপতি তমল ত্রিপুরা। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন শাখা কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পাড়ার কার্বারী, অভিভাবকসহ বিভিন্ন স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
আলোচনা সভাশেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, একাদশ শ্রেনীর আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই তুলে দেন অতিথিরা।