
মোঃ ইউসুফ রাঙ্গুনিয়া
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা আকতার-এর নেতৃত্বে উপজেলার ইসলামপুর ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ, ১৩ নভেম্বর বিকালে ইসলামপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা আকতার। সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেচারুল হক পেয়ারু, এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা সাজ্জাদ, শিলাক ইউনিয়ন মহিলা যুবদলের নেত্রী মুন্নি আক্তার , চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের নেত্রী রেশমি আক্তার, ইসলামপুর ১নম্বর ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, প্রমুখ।
উক্ত আলোচনা সভার প্রধান উদ্দেশ্য ছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ‘৩১ দফা’ লিফলেট বিতরণ তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন করা।
নেত্রী রুপা আকতার ৩১ দফার মূল বিষয়বস্তুগুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে মহিলা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এই মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ইসলামপুর ইউনিয়ন মহিলা দলের কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনে সংগঠনের তৃণমূলের নারী কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আশা করা হচ্ছে, এই নতুন কমিটি ৩১ দফা বাস্তবায়ন এবং আগামীতে দলীয় কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গুনিয়ার স্থানীয় রাজনীতিতে জোরেশোরে প্রচার শুরু হয়েছে। এরই অংশ হিসেবে, উপজেলা মহিলা দলের নেত্রী রুপা আক্তার ধানের শীষ প্রতীকের প্রার্থী হুম্মাম কাদেরের পক্ষে ভোটারদের কাছে ভোট চেয়েছেন। তিনি আসন্ন নির্বাচনে হুম্মাম কাদেরকে জয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
নেচারুল হক (পেয়ারু) ও রুপা আকতার একই
বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষকে জয়ী করা একান্ত প্রয়োজন।
তিনি সকল স্তরের মহিলা নেত্রীদের সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নিতে এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে উৎসাহিত করেন।
রুপা আক্তার আরও জানান, আগামী ১৮ তারিখে বিকালে রাঙ্গুনিয়ার কাদের নগর-এ হুম্মাম কাদেরের সাথে তাদের একটি সাক্ষাতের আয়োজন করা হয়েছে। এই সাক্ষাতে নির্বাচনী কৌশল এবং প্রচারণার পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করা হবে।