দীঘিনালায় নারীর গৃহস্থালী কাজের স্বীকৃতি বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

দীঘিনালায় নারীর গৃহস্থালী কাজের স্বীকৃতি বিষয়ক শীর্ষক সেমিনারে বক্তব্য দিয়েছেন বক্তারা।- প্রতিনিধি

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় ‘নারীর গৃহস্থালী কাজের স্বীকৃতি ও গহকাজের সহযোগীতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম‘র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. কাশেম।

এতে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, জেলা সমাজসেবা উপ- পরিচালক (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন, সহকারী পরিচালক রোকেয়া বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুল হক, ০৫ নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, ইউআরসি মোহাম্মদ মাইনুদ্দিন, তথ্য আপা স্বরুপিনী ত্রিপুরা সহ সাংবাদিক সোহেল রানা প্রমুখ বক্তব্যদেন।

বক্তারা বলেন, ‘নারীদের অধিকার বাস্তবায়নে নারীদের সবার আগে এগিয়ে আসতে হবে। পাশাপাশি নারীদের সু- শিক্ষায় শিক্ষিত হতে হবে। এছাড়াও পুরুষের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশ নিতে হবে। অন্যদিকে নারীকে কাজের অধিকার ও যোগ্য সম্মান প্রদান করে সহযোগিতা করতে হবে।’

এসময় ০৪ নং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুস সালাম, জেলা প্রবেশন কর্মকর্তা মো. নাজমুল আহসান, লক্ষীছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।