আন নজির ইসলামীক সেন্টার জামে মসজিদের ইমাম ও খতিব নিযুক্ত হলেন মাওলানা কবির উদ্দীন আহমদ

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী আন নজির ইসলামীক সেন্টার জামে মসজিদে নতুন ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রবীণ আলেম মাওলানা কবির উদ্দীন আহমদ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সেন্টারের হলরুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এসময় ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে ইমাম ও খতিবের দায়িত্ব বুঝিয়ে দেন ইসলামীক সেন্টারের পরিচালক ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টারের পরিচালক ও বিশিষ্ট আলেম ড. শাইখ আল্লামা হারুন আজিজি নদভী। এছাড়াও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ,শিক্ষক মাওলানা মুফতি রিদওয়ানুল হক, মাওলানা গোলাম কাদের, স্থানীয় শিক্ষাবিদ মাস্টার ইস্কান্দরসহ অনেকে।

মাওলানা কবির উদ্দীন আহমদ এর আগে দেশের বিভিন্ন মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি মুসল্লিদের ধর্মীয় দিকনির্দেশনা, সামাজিক বন্ধন সুদৃঢ়করণ এবং তরুণ প্রজন্মকে দ্বীনের পথে আহ্বান করার কাজে নিবেদিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন মুসল্লিরা।
সেন্টারের পরিচালক ড. শাইখ আল্লামা হারুন আজিজি নদভী বলেন— “মাওলানা কবির উদ্দীন একজন অভিজ্ঞ ও পুরনো আলেম। তিনি ছিলেন আমার পিতা মরহুম মাওলানা নজির আহমদ (রহ.)-এর উত্তরসূরি। বর্তমানে তিনি আমাদের সেন্টারে শিক্ষক হিসেবেও কর্মরত আছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মসজিদের খাদেম ও খতিব হিসেবে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।” স্থানীয় মুসল্লিরা মনে করছেন, নতুন ইমাম ও খতিবের নেতৃত্বে মসজিদের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং ইসলামী শিক্ষার প্রসার বৃদ্ধি পাবে।