আলীকদম সাংবাদিক ফোরামের বার্ষিক বনভোজন ও আলোচনা সভা

এম শাহেদ, আলীকদম।।
বান্দরবানের আলীকদম উপজেলা সাংবাদিক সংগঠন আলীকদম সাংবাদিক ফোরামে উদ্যোগে আজ রবিবার (১৭ডিসেম্বর) দুপুর ২টায় নয়াপড়া সংলগ্ন রুপমুহুরি রিসোর্ট বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন এমএ, পার্বত্য জেলা পরিষদের  সদস্য দুংড়ি মং মার্মা, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি অংশোথোয়াই মার্মা, ১নং সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন বিএ, ৩নং ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মমতাজ উদ্দিন সহ আলীকদম উপজেলার  বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

এ সময় অতিথিদের বক্তব্যে জামাল উদ্দিন বলেন, সাংবাদিক হলো জাতির দর্পন ও আলোক বার্তা।  বস্তুনিষ্ঠ সংবাদ ও সঠিক তথ্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি আলীকদম সাংবাদিক ফোরামের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করেছেন। 

আলীকদম প্রেস ক্লাব সভাপতি মমতাজ উদ্দিন বলেন আজকের প্রোগ্রাম দেখে আমি মুগ্ধ হয়েছি।  মাঠ পর্যায়ে সাংবাদিকতা জীবনে সকলকে একসাথে কাজ করার আহবান করেন ও সব সময় সাংবাদিক ফোরামের পাশে থাকার আস্বস্ত করেন এবং সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে উদ্ভুদ্ধ করেছেন। 

সাংবাদিক  ফোরামের সাধারণ সম্পাদক মোস্তাঈন বিল্লাহ বলেন, আমাদের সংগঠন প্রতিষ্ঠার পর থেকে মানুষের নৈতিক অধিকার ও আইনগত অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে একধাপ এগিয়ে এসেছি। জাতির বিবেক হিসেবে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে আমার সংগঠন দিন দিন এগিয়ে যাচ্ছে। 

দেশ ও রাষ্ট্রের জন্য আলীকদম  সাংবাদিক ফোরাম এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।