কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন বান্দরবান জেলা প্রশাসক

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক শামীম আরা রিনি শিক্ষার্থীদের উন্নত শিক্ষার লক্ষ্যে একটি পাঠাগার, একটি গার্লস কর্নার এবং অভিভাবক কর্ণারসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক বিভিন্ন শ্রেণীকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রতি আরো বেশি মনোযোগী হবে এবং পাঠদানে দায়িত্বশীলতার পাশাপাশি ভালো ফলাফল অর্জন করবে। এসময় জেলা প্রশাসক আগামীতেও বিদ্যালয়ের শ্রেণী বৃদ্ধির জন্য বিভিন্ন উন্নয়নমুলক কাজের বাস্তবায়ন করা হবে মন্তব্য করে শিক্ষার্থীদের পড়ালেখা করে ভালো ফলাফল অর্জনের প্রতি গুরুত্ব দিতে আহবান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক এবং বান্দরবান কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো.আবু তালেব, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জয়া দত্ত, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিদ্যালয়টির বিভিন্ন শিক্ষক-শিক্ষিক্ষা, শিক্ষার্থী এবং অভিভাবকেরা এসময় উপস্থিত ছিলেন।