গভীর রাতে উপড়ে ফেলছে ৮০ শতক জমির মরিচ ক্ষেত 

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পুর্ব থিমছড়ি গ্রামে রাতের আধারে প্রায় ৮০ শতক জমির উপর সৃজিত মরিচ গাছের অধিকাংশ গাছ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার (৬ জানুয়ারি) গভীর রাতে আবু তালেব ও ওবাইদুর রহমানের নিজ ক্ষেতে এ ঘটনা ঘটে।

আবু তালেব জানান , তারা দুইজন মিলে ৮০ শতক জায়গা বর্গা নিয়ে ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে মরিচ ক্ষেত করিছল। গাছে এখন কেবল মাত্র ফুল ও ফল ধরা শুরু হয়েছে। এরই মাঝে এ কেমন শত্রুতা  মরিচ গাছের সাথে। প্রায় অধিকাংশ গাছ উপড়ে ফেলেছে। এনিয়ে মরিচ চাষীরা  হতাশ হয়ে পড়েছে বলে জানান।

মরিচ চাষী আরো বলেন, একদিকে লোনের বোঝা  অন্যদিকে পরিবারের সদস্যদের ভরন পোষন নিয়ে দুঃচিন্তায়।এখন কি আর করবে তারা। যার উপর ভরসা করে ছিল সেটি ও দূর্রৃত্তদের তান্ডবে সব শেষ।

মরিচ চাষীর স্ত্রী রহিমা খাতুন জানান প্রতিদিনের মত মরিচ ক্ষেতে গিয়ে দেখতে পান তার ক্ষেতের অনেক গুলুু  গাছ উপড়ে ফেলেছে। বিষয়টি তার স্বামী কে জানালে তিনি স্থানীয় ইউপি সদস্য আবদুল জব্বার ও মোঃ জুবায়ের  কে অবহিত করেন। 

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার মোঃ আবদুল জব্বার জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন। জমির মালিক মুহিব্বুল্লাহ বলেন মরিচ চাষীরা খুবই অসহায়, তিনি ঘটনাটি দূঃখজনক বলে মন্তব্য করেন। 

মরিচ চাষী আবু তালেব ও ওবাইদুর রহমান বিষয়টি নিয়ে আইনগত সহায়তা চান ও বিচার দাবি করেন।

পূর্বে শত্রুতার জের ধরে এমনটা করেছেন বলে ধারাণা করেছেন এলাকাবাসী।