

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি।।
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা নূরানী ইবতেদায়ি মাদ্রাসার ৫ম ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর শুক্রবার বিকাল ২ ঘটিকায় থোয়াইঙ্গাকাটা নূরানী ইবতেদায়ি মাদ্রাসার
প্রাঙ্গণে কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থোয়াইঙ্গাকাটা নূরানী ইবতেদায়ি মাদ্রাসার পরিচালক ও বাইশারী শাহ নুরুদ্দীন রাহঃ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম।
প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল ( ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসাইন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার আবদুল জব্বার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিএইচপি রাবার স্টেট লিমিটেড একাউন্টেন্ট ইয়াহিয়া চৌধুরী, দৈনিক ইত্তেফাক ও দৈনিক বাঁকখালী পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আবদুর রশিদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা নাজের হোসাইন প্রমূখ।
পরে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন এবং মাওলানা আমিনুল হকের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।