নাইক্ষ্যংছড়িতে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার

।। আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ২ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার শাহা।

বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এএসআই বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে বাইশারী ইউনিয়নের দূর্গম পাহাড়ের ৩ নং ওয়ার্ড আলীক্ষ্যং এলাকা থেকে ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোররাতে এই ২ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষ হয়।

গ্রেফতার কৃতরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নারিচবুনিয়া এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র মামুন উদ্দিন প্রকাশ মামুন (২১) একিই এলাকার মৃত্যু আহমেদ হোসেনের পুত্র হারুন অর রশিদ।

তাদের বিরুদ্ধে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে আরো একমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত  বান্দরবান।

গ্রেপ্তারকৃত ২ জন কে বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি বান্দরবান আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানালেন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার শাহা