নাইক্ষ্যংছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান:

প্রতি বছরের মতো এ বছরও দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর শনিবার  বেলা ১১টায় বাইশারী ইউনিয়ন উপ- স্বাস্থ্য কেন্দ্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক  এক বর্ণাঢ্য আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেবা ও প্রচার সপ্তাহের এবারের প্রতিপাদ্য- হচ্ছে “নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার”।

আয়োজিত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ কুদরত ই রাব্বি। বান্দরবান জেলা কনসালটেন্ট ডাক্তার নুরুস সাফা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাষ্টার কামাল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী রিশু চৌধুরী( ইউএফপিএ), আবু কায়সার মুহাম্মদ আলমগীর( ইউএফপিএ),আরিফ উল্লাহ(এফপিআইসহ পরিবার পরিকল্পনা   উন্নয়ন সহযোগী, সংস্থার প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার আগের তুলনায় অনেক কমেছে। এ বিষয়ে বর্তমান সরকার কাজ করছেন। জনগণকে সচেতন করে মাতৃ ও শিশু মৃত্যুর হার আরো কমিয়ে আনতে হবে। প্রতিটি সন্তান দেশের জন্য সম্পদ। সন্তানদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সরকার। বাংলাদেশে মায়ের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব কিন্তু তা হচ্ছে না অসেচতনতা ও অনিয়মের কারণে। প্রতিটি মাকে সঠিক স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হবে যদি প্রত্যেকে সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করে।