

আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ত্রিবার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে পল্লী চিকিৎসক শাহজাহান সাধারণ সম্পাদক পদে পল্লী চিকিৎসক নুরুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে স্বতঃস্ফূর্ত নির্বাচনে এ নির্বাচন পরিচালনা করেন। উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ও নির্বাচন পরিচারনা কমিটির প্রধান খুখুমনি বড়ুয়া জানান,নবেলা ৩ টায় এ নির্বাচন সম্পন্ন হয়েছে। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে এ নিবার্চন অনুষ্ঠিত হয়।
৫ সদস্য বিশিষ্ট এ কমিটির নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন পল্লী চিকিৎসক মোহাম্মদ শাহ জাহান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন পল্লী চিকিৎসক মোহাম্মদ নুরুল ইসলাম।
এর আগে এসোসিয়েশনের বার্ষিক বনভোজন ও আনন্দ উৎসব সম্পন্ন হয়।