নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে প্রচন্ড গোলাগুলি, বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ২৯ বিজিপি; গুলিবিদ্ধ ১ ইউপি সদস্য

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি বান্দরবান: বান্দরবানের নাইক্ষ‌্যংছ‌ড়ির সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত দিয়ে গতকাল ১০ মার্চ রবিবার রাত থেকে অনবরত গোলাগুলি ও ভারী অস্ত্রসহ মর্টারশেলের আওয়াজে এলাকাবাসী আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে বলে জানালেন স্থানীয় ইউপি সদস্য ছাবের আহমেদ। তিনি আরও জানান নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জাং ছড়ি সীমান্তের ৪৬ ও ৪৭ পিলার পুরান মাইজ্জা ক্যাম্প, অংচাফ্রী ক্যাম্প ও সালি ডং ক্যাম্পের ওপারের মিয়ানমার অভ্যন্তরে অগণিত মর্টার ও আর্টিলারি বোমা বিস্ফোরণ হয়েছে। এসব গোলার আওয়াজে এপারে যেন ভূমিকম্প সৃষ্টি হচ্ছিল।

মিয়ানমারে চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের(বিজিপি) ২৯ জন সদস্য সোমবার (১১মার্চ) দুপুরে বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শ‌রীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছেন।

বি‌জি‌বির এক কর্মকর্তা জানান, তা‌দের বর্তমানে নাইক্ষ‌্যংছ‌ড়ির নুরুল আলম কোম্পানির চা বাগান থেকে জামছড়ি বিওপি বিজিবি ক্যাম্পের নিছে রাখা হয় পরে সেখান থেকে তাদের নিরস্ত্র করে ১১ বিজিবি ব্যাটালিয় সদরে ২টি বিজিবির গাড়ি যোগে নিয়ে আসা হয়। বিজিবির নিকট একাধিক যোগাযোগ করার পরও কোন বক্তব্য পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আবছার ইমন বলেন, মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সংগঠন আরকান আর্মির মধ্যে গোলাগুলিতে বিকাল ৫ ঘটিকার সময় ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ছাবের আহমেদ ৪৫ গুলিবিদ্ধ হয়েছে তাকে জামছড়ি বিওপিতে প্রাথমিক চিকিৎসা শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই রিপোর্ট লিখা ও পাঠানো পর্যন্ত থেমে থেমে গুলাগুলি চলছে।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের জেরে এর আগেও দেশটির সীমান্তরক্ষীসহ বিভিন্ন বাহিনীর ৩৩০জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। যদিও তাদেরকে উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।