
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর উদ্যোগে সীমান্ত এলাকার গরীব, অসহায় ও দুস্থ পাহাড়ি জনগোষ্ঠী এবং বাঙালিদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
১৩ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী ১১ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবস্থিত জারুলিয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে পুরুষ ৯৭ জন, মহিলা ১৩৩ জন ও শিশু ৮০ জনসহ মোট ৩৪০ জনকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করেন ক্যাপ্টেন মুক্তাদিরুল ইসলাম, এএমসি, মেডিকেল অফিসার, ১১ বিজিবি যার নেতৃত্বে ব্যাটালিয়নের একটি দক্ষ মেডিকেল টিম সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করে।
এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়নে ও মানবিক সহায়তায়ও সর্বদা নিয়োজিত। আমাদের এই উদ্যোগ সীমান্তবাসীর মধ্যে সচেতনতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করবে।”
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত এমন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, সীমান্ত অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মানবিক সহায়তার অংশ হিসেবে ১১ বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন মেডিকেল ক্যাম্প, খাদ্য বিতরণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।