বাইশারীতে মহান বিজয় দিবস উদযাপন

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি।।
বান্দরবানের বাইশারীতে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টার সময় বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন সভাপতি আলহাজ্ব কামাল হোসাইনের নেতৃত্বে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার শাহার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল র‌্যালি সহকারে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা, বাইশারী মডেল কেজি এন্ড গার্লস হাই স্কুল, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়,সকাল দশটার দিকে বাইশারী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, বাইশারী মডেল নূরানী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা 

এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন র‌্যালি সহকারে স্থানীয় শহীদ মিনারে প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাইশারী ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগি সংগঠন সকাল সাড়ে  ৯টার দিকে বাইশারী বাজারস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মী ও সমর্থকেরা সদস্য সচিব আবুল কালামের নেতৃত্বে  র‌্যালি সহকারে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ১০টার সময় বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম এর নেতৃত্বে বাইশারী শহীদ মিনার চত্বরে  সম্মিলিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে বাইশারীর সকল জনসাধারণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। পতাকা উত্তোলন শেষে বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়।